আজ একমাস সেলফ কোয়ারেন্টিনে রাখা হয়েছে আমাকে , সম্পূর্ণ একা।কম্পিউটারের সাথে গেমস খেলতে আর ভালোলাগছেনা।উহান থেকে যে মৃত্যু বের হয়ে এসেছিলো সে মৃত্যু আজ বিশ্বের প্রতিটি মানুষের মস্তিষ্কে ঢুকে পড়েছে।গবেষণায় দেখা গেছে একজন পুরুষ প্রতিদিন অন্তত ত্রিশ বার নারীর যোনিকে স্মরণ করে কিন্তু এখন বিশ্বের মানুষের মস্তিষ্কে মৃত্যু ছাড়া আর কিছু নেই।বিশ্বের সাব-কনসাস মাইন্ড প্রেমিকার মতোই অদেখা মৃত্যুর জন্যে অপেক্ষা করছে। টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যম গুলি মৃত লাশ গণনা করছে।রিসাসের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের নাম রাখা হয়েছে কোভিড-১৯। একটি ফ্লাইং রোবট।যান্ত্রিক পাখিটিকে প্রিজম আমার কাছে সেদিন অনুগ্রহ করে রেখে গেছে।সবাই আমার সাথে এতটাই আতঙ্ক নিয়ে কথা বলছে এখন আমার নিজেকেই ভাইরাস মনে হয়, যেনো আমি চীনের উহান থেকে এসেছি, যেনো আমি মৃত্যু, আমার গলায় সবাই মৃত্যুর শব্দ শুনতে পায়, ভয়ে পালায়!মৃতুকে আমি ভয় পাচ্ছিনা কারণ আমি পরকালে বিশ্বাসী, আমি মনে করি কোয়ান্টাম ম্যানিওয়ার্ল্ডসে আমার স্থান হবে।কোয়ারেন্টিনে আসার পর আমি রিসাসের কয়েকটি গবেষণামূলক গ্রন্থ পড়েছি।আমি অনেক বার আমার মস
Posts
Showing posts from 2020