চিন্তার সুত্র, লিখেছেন, রিসাস
আমি অত্যন্ত সাধারণ একটি ছেলে যে মহাবিশ্বের বিশালতায় বিষ্মিত, যার জীবনের
প্রতিটি মুহূর্ত অজস্র প্রশ্নে আক্রান্ত, যে জানতে চায় কেনো সে অসীম মহাবিশ্বের
মাঝে এ মহাবিশ্বটিতে আছে না থাকার পরিবর্তে কেনো সে উপলব্দি করতে পারে নিজেকে এবং
সংশয় প্রকাশ করতে পারে ঈশ্বরের অস্তিত্বে!কিন্তু আমি নিজেকে আস্তিক বা নাস্তিক
হিসেবে পরিচয় দিতে প্রস্তুত নয়।কারণ এদের প্রচলিত ব্যাখ্যায় আমার সংশয়
আছে।আইনস্টাইন আমার প্রিয় একজন বিজ্ঞানী এবং তাকে আমি সার্বাধিক উপলব্দি করি, যদিও
গাণিতিকভাবে নয়, তাত্বিকভাবে।আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি অনুসারে, আলোর গতির
চেয়ে দ্রুত গতিতে মহাবিশ্বের কোনো অবজেক্ট বা ইনফরমেশন ট্রাভেল করতে পারেনা, এমনকি
আমাদের মস্তিষ্কের দুটি নিউরন সেল একে অপরের সাথে কমিউনিকেশন করতে সময় প্রয়োজন
হবে, তাই আমাদের প্রতিটি চিন্তা আমাদের অনুভূতির অতীতে অবস্থান করে ঠিক যেমনি বিশ
লক্ষ মিলিয়ান বছর অতীতের এন্ড্রোমিডা।
আমরা যখন মহাকাশের দিকে তাকাই আমরা আসলে তখন মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ অতীতের
নক্ষত্রদের দিকে তাকিয়ে থাকি হয়তোবা যাদের এখন ফিজিক্যাল কোনো অস্তিত্বই
নেই।আমাদের মস্তিষ্কের প্রত্যেকটি চিন্তাও আমাদের অতীত, এবলিউট বর্তমানে আমাদের
মস্তিষ্কে কোনো চিন্তা নেই, অতএব নেই কোনো বিশ্বাস বা অবিশ্বাস।বিশ্বাস এবং
অবিশ্বাস কোনটাই এট প্রেজেন্ট আমাদের মস্তিষ্কে উপস্থিত নয়, প্রাকৃতিকভাবে আমরা
সবাই শূন্যবাদী।ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে মধ্যকর্ষের নিয়ম যেমন আস্তিক বা নাস্তিক
নয় ঠিক তেমনি আমি মনে করি আমার মস্তিষ্ককেও মহাবিশ্বের মতো শূন্যবাদী করে গড়ে তোলা
উচিত।এটি একান্ত আমার ব্যাক্তিগত দৃষ্টিকোণ, আমি আমার দৃষ্টিকোণ সমাজের উপর প্রয়োগ
করতে চাইনা, এবং আমি সমাজের কারো ব্যাক্তিগত মতাদর্শে হস্তক্ষেপ করতে চাইনা যেহেতু
আমি জানি আদর্শ আপেক্ষিক।
কিন্তু তার মানে এই নয় যে আমি আপেক্ষিকতাকে উপেক্ষা করছি!যেহেতু কোনোকিছুই
স্পিড অব লাইট ভায়োলেট করেনা অতএব আমার পক্ষে কী আপেক্ষিকতাকে উপেক্ষা করা
সম্ভব?সচেতন ভাবে মতাদর্শকে গ্রহণ করা আর অচেতনভাবে কোনো একটি মতাদর্শের দাসত্ব
করার মাঝে পার্থক্য আছে!
একটি বিমানের প্রত্যেকটি অংশ আলাদা আলাদা ম্যাকানিজমে তৈরি, যিনি এর ইঞ্জিন
নিয়ে কাজ করছেন, তিনি এর ডানা সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখেন না আর একজন পাইলট যিনি
বিমানকে পাইলোটিং করেন তিনি বিমানের
ইঞ্জিন সম্পর্কে ভালো কোনো ধারণা রাখেন না!অতএব বিমানটি যারা তৈরি করেছেন তাদের
কারোই বিমানটি সম্পর্কে স্বয়ংসম্পূর্ণ কোনো জ্ঞান নেই।বিমানের চাকা নিয়ে যিনি কাজ
করছেন তিনি এর কম্পিউটার অপারেটিং সিষ্টেম সম্পর্কে ধারণা রাখেন না, আবার যিনি
কম্পিউটার অপারেটিং সিষ্টেম নিয়ে কাজ করছেন তিনি চাকা সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখেন না!সম্পূর্ণ বিমানটি সম্পর্কে
কারোই কোনো ধারণা নেই, সম্পূর্ণ বিমানটি সম্পর্কে কারোই কোনো জ্ঞান নেই, সম্পূর্ণ বিমানটির ম্যাকানিজম কেউই অনুধাবন করতে
পারেনি অথচ বিমানটি থ্রি-ডায়মেনশনাল স্পেসে ট্রাভেল করছে, পাইলট একটি অজানাকে নিয়ে
মহাকাশ পাড়ি দিচ্ছে!প্রশ্ন হলো যদি বিমানটি সম্পর্কে কারোরই কোনো পরিপূর্ণবোধ না
থেকে তবে এটি সত্যিকার অর্থে কে তৈরি করেছেন?উত্তর হলো, কেউ না!একটি বিমান কেনো
মহাকাশে উড়ছে তার যেমন সত্যিকার উত্তর আমাদের জানা নেই ঠিক তেমনি আমাদের এটাও জানা
নেই জীবন এবং মহাবিশ্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকা সত্ত্বেও কেনো আমরা জীবিত
এবং কেনো এ মহাবিশ্বে আমরা অস্তিত্বশীল!নিউটন কখনোই জানতেন না তিনি কেনো নিউটন এবং
আইনস্টাইন কখনোই জানতেন না কেনো তিনি
থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করেছেন।আমি যেমন মহাবিশ্বে অস্তিত্বশীল হয়েছি আমার
অজান্তে ঠিক তেমনি আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করেছেন তারই
অজান্তে!কেউই সেলিব্রেটি নই, আমি অন্তত দেখছিনা!ঈশ্বর বিশ্বাসীরা মনে করেন,
বিজ্ঞানীরা যেমন বিমান অথবা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্টের ডিজাইন তৈরি করেছেন ঠিক
তেমনি মহাবিশ্বের ডিজাইন করার জন্যেও একজন ঈশ্বর প্রয়োজন!আমি তাদের সাথে একমত
নই!কারণ আমরা জানি, বিমান যারা তৈরি করেছেন তারা বিমান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান
রাখেন না, তারা অজ্ঞনতার ভেতর থেকেই এটিকে তৈরি করেছেন, অতএব বিমান কোন মানুষ
ডিজাইন করেন নি, ঠিক তেমনি মহাবিশ্বকে কোনো ঈশ্বর ডিজাইন করেন নি।মানবিক প্রযুক্তির
সাথে ঈশ্বরকে কম্পেয়ার করার এ প্রকৃয়া
আমার কাছে অত্যন্ত হাস্যকর!
I am a very ordinary boy who is amazed at the vastness of the universe, whose every moment of his life is plagued with countless questions, who wants to know why he can realize himself and doubt the existence of God instead of being in the midst of an infinite universe! But I am not ready to introduce myself as a believer or an atheist. Because I have doubts about their conventional interpretation. Einstein is one of my favorite scientists and I understand him the most, though not mathematically, theoretically. According to Einstein's Theory of Relativity, no object or information in the universe can travel faster than the speed of light, even the two neuron cells in our brain would need time to communicate with each other, so each of our thoughts lies in the past of our perceptions. Similar to the Andromeda Galaxy of the past. When we look at space, we actually look at the stars millions of light-years away, maybe they don't have any physical existence now. Not present in our brains at the moment, naturally we are all nihilists. Just as the law of gravitation is not a theist or atheist from a physics point of view, I think my brain should be made as nihilistic as the universe. This is my personal point of view, I don't want to apply my point to society I know the norm is relative. But that doesn't mean I'm ignoring relativity!
Each part of an aircraft is made up of
different mechanisms, the one who is working with its engine is not fully aware
of its wings and the pilot who is piloting the aircraft has no good idea about
the engine of the aircraft! Therefore, none of the people who built the aircraft
have any self-knowledge about the aircraft. Those who are working with the
wheels of the aircraft do not have an idea about its computer operating system,
while those who are working with computer operating system do not have a
complete idea about the wheel!
No one has any idea about the whole plane, no one has any
knowledge about the whole plane, no one could understand the mechanism of the
whole plane while the plane is traveling in three-dimensional space, the pilot
is flying in space with an unknown! But who really made it? The answer is no! Just as we do not know the true
answer to why an airplane flies in space, we do not know why we are alive and
why we exist in the universe, despite not having a thorough knowledge of life
and the universe! Newton never knew, why he never knew Newton and Einstein Why
he discovered the Theory of Relativity. Just as I existed in the universe without my knowledge, Einstein discovered the Theory of Relativity without his knowledge! No one is a celebrity, at least I don't see it! Believers in God
think that just as scientists have designed airplanes or artificial intelligence, there is a need for a God to design the universe! I do not agree with them! Because we know that those who built the plane did not have a complete knowledge of the plane, they made it out of ignorance, so the plane
was not designed by any man, just as no god designed the universe. This process
of comparing God with human technology is mine. Very ridiculous!
Comments
Post a Comment