আর্সিঃ আপনার কাছে আমার একটা ব্যাপারে প্রশ্ন ছিলো, আমি শুনেছি আমেরিকার প্রায় ৩ পার্সেন্ট মানুষ প্রতি বছর নিয়ার ডেথ এক্সপেরিয়েন্সের মুখোমুখী হচ্ছে, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বিষয়টি কী? রিসাসঃএন ই ডি বা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হলো মৃত্যুর পূর্ব মুহূর্তের অভিজ্ঞতা।পারকিনসন রোগের মতোই অনেকটা।এখানকার স্থানীয়রা যেটাকে Catch the dumb বলে।গবেষণায় দেখা গেছে পেশেন্টের ৫৮ জনের মধ্যে ৩০ জনেরই মৃত্যু হয়না কিন্তু তারা মৃত্যুর অভিজ্ঞতা লাভ করে।ভাগ্যের ব্যাপার হলো ২২ তারিখ মধ্যরাতে আকষ্মিক আমি অনুভব করলাম , আমার শারীরীক কোন চেতনা কাজ করছেনা কিন্তু তবুও আমি মানসিকভাবে জীবিত।আমার হাত , পা অথবা কন্ঠস্বর সবকিছু নিস্তব্দ পাথরের মতো স্থির হয়ে গেছে।এমন আমার প্রায়ই হতো , মস্তিষ্কে অক্সিজেনের অভাব অথবা অন্য কোনো নিউরোলজিক্যাল ডিস্টার্বেন্সের কারণে এমনটি হতেই পারে।কিন্তু প্রতিবারের মতো এবার আমি আর আমার দেহে ফিরে আসতে পারছিলাম না , মানসিক ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু কোনোভাবেই আমি শারীরিক নেটওয়ার্ক...
Comments
Post a Comment