লুসিড ড্রিম, লিখেছেন- রিসাস, পার্ট -৩০


                    Schizophrenia and Schizoaffective Disorders | Amen Clinics       

হলোগ্রাফিক প্রিন্সিপ্যাল অনুসারে, মানুষের স্বপ্ন কোয়ান্টাম হোলনেসের সাথে বিজড়িত।উলম্যান মনে করেন, স্বপ্ন হলো দৃশ্যমান এবং অদৃশ্যমান বাস্তবতার মধ্যখানে একটি ব্রীজ যা ইমপ্লিসিট অর্ডারকে এক্সপ্লিকেট অর্ডারে ট্রান্সলেট করে।ইমপ্লিসিট অর্ডার এবং এক্সপ্লিকেট অর্ডার ধারণাটির প্রবক্তা ডেভিড বোম।এটি নিয়ে বিস্তারিত লিখতে গেলে পুরো একটি গ্রন্থ লিখতে হবে।কিন্তু আমরা এত বিস্তারিত আলোচনায় যাবোনা।আপনারা মাইকেল টেলবুটের রচিত ‘’দ্যা হলোগ্রাফিক ইউনিভার্স’’ গ্রন্থটি অনুসরণ করতে পারেন।বি বি সির একটি অনুষ্ঠানে ডেভিড বোম একবার একটি এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন।প্রথমে তিনি একটি সিলিল্ডারের পানিতে কয়েক ফোটা কালি ছেড়ে দিলেন, যেগুলি ব্যাপন প্রকৃয়ায় পানির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অদৃশ্য হয়ে যায়তারপর তিনি যখন আবার সিলিল্ডারের হাতল ধরে ঘুরাতে শুরু করলেন তখন রঙের ফোটা গুলি ক্রমশ দৃশ্যমান হতে শুরু করেআর এভাবেই তিনি সিদ্ধান্তে এসেছিলেন , প্রকৃতিতে দুই ধরণের অর্ডার আছে, একটি ইমপ্লিসিট অর্ডার এবং অন্যটি এক্সপ্লিকেট অর্ডার, একটিকে দেখা যায় এবং অন্যটি অদৃশ্য থাকে, আর স্বপ্ন হলো উভয় বাস্তবতার মধ্যবর্তী ব্রীজ।তার মতে, কোয়ান্টাম হোলনেসের সাথে আমাদের যে ইন্টার কানেকশন সেই ইন্টার কানেকশনকে আমাদের অস্বীকার করার একটি সহযাত প্রবণতা রয়েছে আমরা বাস্তবতার একটি ক্ষুদ্র অংশের সাথে নিজেদের রিলেটেড মনে করি এবং মনে করি যে আমরা বৃহৎ বাস্তবতার সাথে সম্পর্কহীন।স্বপ্ন আমাদের সেই বৃহৎ বাস্তবতার সাথে কানেক্টেড করে তোলে।আমাদের মস্তিষ্ক কতৃক নির্ধারিত অস্তিত্বের সীমাবদ্ধ ডেফিনেশনকে ছিন্ন করে স্বপ্ন আমাদের কোয়ান্টাম হোলনেসে সচেতন করে তোলে।প্যারাসাইকোলজিস্ট এবং স্প্রিচুয়ালিস্টরা সাধারণ এভাবেই স্বপ্নকে ব্যাখ্যা করছেন।আমার গ্রন্থে আমি মেটাফিজিক্সের ডায়মেনশগুলি ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করবো, আমার উদ্দেশ্য হলো মেটাফিজিক্সের সাথে সম্পৃক্ত ইনফরমেশন গুলি আপনাদের জানানো এবং যথাসম্ভব এর একটি সংযমী বৈজ্ঞানিক বিশ্লেষণ তৈরি করা।গ্রন্থের প্রথম দিকে আমি মনস্তাত্বিক মাত্রাগুলিকেও বিবর্তনের ফ্রেমওয়ার্ক থেকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি কিন্তু আমি এখন ফিজিক্সের প্লাটফর্ম থেকে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলিকে যুক্তিসংঘতভাবে বর্ণনা করার চেষ্টা করবো।হিউম্যান সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ‘’লুসিড ড্রিম’’উলম্যন বিশ্বাস করতেন, কেউ একজন যখন ইমপ্লিসিট অর্ডারকে অনুভব করতে পারে তখন সে দৃশ্যমান রিয়েলিটিকে অতিক্রম করে প্রকৃতির গভীর শৃংখলায় বিলিন হয়ে যায়, যাকে বলা হয় সেন্স অব ইউনিটি যা আমরা পূর্ববর্তী অধ্যায়ে অন্যভাবে আলোচনা করেছিলাম। তিনি বলেন, সাইকোটিকরা হোলগ্রাফিক লেভেলের বাস্তবতাকে উপলব্দি করতে পারেন কিন্তু যেহেতু তারা যুক্তিসংঘত চিন্তা করতে পারেনা, বা তাদের মস্তিষ্কের লজিক্যাল অপারেটিং সিষ্টেম ডি-একটিভেট হয়ে যায়, তাই তারা সেই বাস্তবতাকে প্রকাশ করতে পারেনা, আর এই অভিজ্ঞতাটি তাদের মস্তিষ্কে ট্যাজিক পেরোডিস হয়ে কাজ করে।সিজোফ্রেনীয়া আক্রান্ত রোগীদের উপর গবেষণা করে দেখা যায় তারা মহাবিশ্বে একটি কসমিক ওয়াননেস বা ওসেনিক বাস্তবতার দেখা পায় এবং এটি ঘটে সম্পূর্ণ ডিলুশনের ভেতর দিয়ে।কসমিক ওয়াননেস নিয়ে বিজ্ঞানী শ্রডিঙ্গার বলেছিলেন, ফান্ডামেন্টালি মহাবিশ্বের সকলকিছুর মধ্যে একটি ইউনিটি বিদ্যমান।ব্যাপারটা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা যাক, কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে একটি পার্টিকেল যখন সুপারপজিশনে থাকে তখন তার সাইজ,সেফ, স্পিন এবং রোটেশন শূন্য!! তাই একটি সুপারপজিশনাল পার্টিকেল পর্যবেক্ষকের পর্যবেক্ষণের পূর্বে অসীম মহাবিশ্বের সকল স্পেস এন্ড টাইম ডায়মেনশনেই থিওরিটিক্যালি প্রেজেন্ট থাকতে পারে অথবা সেই পার্টিকেলটি মেটা ইউনিভার্সগুলিতে এট দ্যা সেইম টাইম প্রেজেন্ট!! এবং জন্যে পার্টিকেলটির নিকট কোনো জগতকেই পৃথক মনে হয়না, তার নিকট প্রত্যেকটি জগতই একইসাথে এবং একইসময় একটি লোকেশনেই অস্তিত্বশীল!!এটাই দ্যা সেন্স অব ইউনিটি, সুপারপজিশনে একটি পার্টিকেলের লোকেশন মেটা ইউনিভার্স।পর্যবেক্ষক যখন একটি পার্টিকেলকে পর্যবেক্ষণ করে তখন পার্টিকেলটি হিউ- এভারেটের ইউনিভার্সাল ওয়েভ ফাংশন কলসাফস করে সুনির্দিষ্ট একটি জগতে টিউন হয়।কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সুপারপজিশনাল পার্টিকেল যা পর্যবেক্ষণের পূর্বে ইনফিনিট স্পেস-টাইমে বাউন্স করে তাকে সামান্য একজন ব্যাক্তির পর্যবেক্ষণ কিভাবে থ্রিডি-বাস্তবতায় ফিক্স করে দিতে পারে?এর উত্তর কী?হ্যা একটা সম্ভাব্য উত্তর আছে, আর সেটি হলো পর্যবেক্ষকের পর্যবেক্ষণের পূর্বে যখন পার্টিকেলটি মাল্টি ইউনিভার্সে বাউন্স করে তখন পর্যবেক্ষকের মনে পার্টিকেলটির ইনফরমেশন হয় শূন্য, পর্যবেক্ষক  পার্টিকেলটি সম্পর্কে কোনো তথ্যই জানেনা, আবার অন্যদিকে সুপারপজিশনে একটি পার্টিকেলের সাইজ, সেফ, স্পিন এবং রোটেশনও শূন্য।যদি তাই হয় তবে  পর্যবেক্ষক একটি পার্টিকেলকে পর্যবেক্ষণের পূর্বে পার্টিকেলটি সুপারপজিশনে শূন্য হয়ে পর্যবেক্ষকের আনকসসাস মাইন্ডেই বিদ্যমান থাকে, অন্য কথায় পর্যবেক্ষকের কনসাসনেস নিজেই মেটা ইউনিভার্স, পর্যবেক্ষক যখন শ্রডিঙ্গারের বাক্সের দরজা ওপেন করে একটি পার্টিকেলের একটি নির্দিষ্ট ইতিহাস পর্যবেক্ষণ করে তখন সে আসলে তার আনকনসাস মাইন্ডের দরজাই ওপেন করে!প্যারানয়েড সিজোফ্রেনীয়া আক্রান্ত রোগীরা এই মাইক্রোস্কোফিক রিয়েল্মকে অনুভব করতে পারে আর সেজন্যেই তারা সমস্ত মহাবিশ্বের মাঝে ইন্টার-কানেকশন দেখতে পায়,তাদের নিকট সবকিছু এক অভিন্ন মনে হয়।আমার এই বিশ্লেষণগুলি অনেকের কাছেই কঠিন মনে হতে পারে, এমনটা মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা সাধারণত এভাবে চিন্তা করতে অভ্যস্ত নয়।অদ্ভুত, বিদঘুটে অথবা আজব যাই মনে হোক না কেনো আমি যদি সায়েন্টিফিক এঙ্গেল থেকে সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলি এক্সপ্লেইন করতে চাই তবে আমাকে এই স্ট্র্যাটেজিই ফলো করতে হবে!প্যারাসাইকোলজি নিয়ে লিখা পৃথিবীতে অজস্র গ্রন্থ আছে এবং মেটাফিজিক্সের উপরও রয়েছে অজস্র।আমি অনন্য একটি উপায়ে প্যারাসাইকোলজিক্যাল ব্যাপারগুলি ব্যাখ্যা করার চেষ্টা করছি যা ইন্টেলেকচুয়াল বিজ্ঞানীরা করে থাকেন!দ্যা টাউ অব ফিজিক্স, হলোগ্রাফিক ইউনিভার্স, দ্যা বায়োলজি অব বিলিফ অথবা কোয়ান্টাম গড এভাবে অনেক গ্রন্থ আছে যেগুলি আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি,আমাদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে প্রসারিত করার জন্যে, অন্যকোনো ইনটেনশন নিয়ে নয়, আমার গ্রন্থের মধ্যে কেউ যদি ইনটেনশন অনুসন্ধান করেন অথবা আমাকে সঙ্গায়িত করার চেষ্টা করেন তবে আমি সসম্মানে অনুরোধ করবো, দূরে থাকুন!




What Is Lucid Dreaming And How Can You Control It? | MTV UK

সিজোফ্রেনীয়া আক্রান্ত রোগীরা সোশ্যাল রিলেশনশিপ রক্ষা করা আর সকল রিলেশনশিপ থেকে বিচ্ছ্যুত থাকাকে আইডেন্টিটিক্যাল মনে করে, তারা  মনে করে, ইভেন্ট ‘’’’ ইভেন্ট ‘’বি’’ কে অনুসরণ করা এবং ইভেন্ট ‘’বি’’ ইভেন্ট ‘’’’ কে অনুসরণ করা একই কথা!ডেভিড বোম বলেছিলেন,বাস্তবতা যদি নন-লোকাল হয় তবে এক কিউবিক সেঃমি স্পেসেই ট্রিলিয়ন ট্রিলিয়ন হাইড্রোজেন বোমার সমান শক্তি বিদ্যমান থাকতে পারে।আর সিজোফ্রেনীয়া আক্রান্ত রোগীরা বাস্তবতাটিকে তাদের ব্যাক্তিগত সাইকোলজিক্যাল অবস্থার ভেতর দিয়ে উপলব্দি করতে পারে!

লুসিড ড্রিম নিয়ে আলোচনা করতে গিয়ে তার সাথে প্রাসঙ্গিক অনেককিছুই আলোচনা হয়ে গেলো, হয়তোবা আবশ্যকও ছিলো, যাইহোক, এবার আসি লুসিড ড্রিম প্রসঙ্গে।সাম্প্রতিক সময়গুলিতে সাইকিয়াট্রিস্টরা লুসিড ড্রিমের প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করছেন, এবং এক্ষেত্র নিয়ে গবেষণাও হচ্ছে ব্যাপক।লুসিড ড্রিম হলো এমন একটি স্বপ্নময় অবস্থা যেখানে একজন ড্রিমার পরিপূর্ণমাত্রায় কনসাস থাকে।কনসাসনেস ফ্যাক্টর ছড়াও লুসিড ড্রিমে ড্রিমারদের ইউনিক কিছু বৈশিষ্ট্য আছে।সাধারণ স্বপ্নে একজন ব্যাক্তি পেসিভ পার্টিসিপেটর হিসেবে অংশগ্রহণ করে কিন্তু লুসিড ড্রিমাররা স্বপ্নের ফিউচারকে নিজেদের ইচ্ছা মতো
বিভিন্নমাত্রায় নিয়ন্ত্রণ করতে পারে,  নাইটমেয়ারকে পরিণত করতে পারে আনন্দময় একটি অভিজ্ঞতায়, স্বপ্নের সেটিংসকে তারা খুব স্মুথলি নিয়ন্ত্রণ করতে পারে এবং ইচ্ছে করলেই তারা কোনো ব্যাক্তি এবং অবস্থাকে স্বপ্নে ডেকে নিয়ে আসতে পারে!

লুসিড ড্রিম আরো বেশি এনিমেটেড এবং এলাইভ সাধারণ স্বপ্ন থেকে।একজন লুসিড ড্রিমারের কাছে একটি মার্বেল ফ্লোরকে মনে হয় সলিড এবং রিয়েল।
তার কাছে ফুলকে মনে হয় উজ্জ্বল এবং সুগন্ধে পরিপূর্ণ, সে দেখে চারপাশে সবকিছুই ভাইব করছে, তার জগত অনেকবেশি শক্তিশালী এবং টেনশনময়! গবেষকরা লুসিড ড্রিমের উপর গবেষণা করে দেখেছেন, লুসিড ড্রিম পার্টিশিপেটরের জীবনের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে, তার পারসোনাল গ্রোথ বৃদ্ধি করে, আত্ম-বিশ্বাস এনহেন্স করে, অবিশ্বাস্যভাবে তার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ প্রমোট করে, তাকে ক্রিয়েটিভ প্রবলেমগুলো সামাধান করার ক্ষেত্রে বিষ্ময়কর ক্ষমতা প্রদান করে!

Dreaming GIF - Find & Share on GIPHY 
১৯৮৭ সালে ‘’Anuual meeting of association for the study of dream’’ যা ওয়াশিংটন ডিসিতে সংঘঠিত হয় সেখানে এলান ওলফ ঘোষণা করেছিলেন,
হলোগ্রাফিক প্রিন্সিপ্যাল সাধারণত এই অসাধারণ ঘটনাটির ব্যাখ্যা দিতে পারবে।
তিনি বলেছিলেন, এক খন্ড হলোগ্রাফিক ফিল্ম একসাথে দুটি ইমেজ তৈরি করে,
ভার্চুয়াল ইমেজটি প্রতিফলিত হয় ফিল্মের পেছনের স্পেসে এবং রিয়েল ইমেজটি আমাদের ফোকাসে আসে ফিল্মের সামনের স্পেস থেকে।লেজার থেকে তৈরি দুটি ইমেজের পার্থক্য হলো, ভার্চুয়াল ইমেজটি আমাদের ফোকাস থেকে বিপথে চলে যায় যেটিকে আমরা ইলুশন হিসেবে দেখতে পাই, ভার্চুয়াল ইমেজটি স্পেসে কোনো এক্সটেনশন নেয়না।কিন্তু লেজার থেকে তৈরি হওয়া একটি ইমেজ যা রিয়েল সেটি স্পেসে এক্সটেনশন নেয় আমরা যেটাকে ইলুশন মনে করিনা।হলোগ্রাফিক প্রিন্সিপ্যালের একটি আবেদন হলো, শূন্য বাতাসে কোনো ইমেজ প্রতিফলিত হয়না, আমরা কোনো ইমেজ এজন্যেই দেখি কারণ বাতাসে অনেক ধুলোবালি প্রবাহিত হচ্ছে।যাইহোক, ওলফ বিশ্বাস করেন, আমাদের সকল স্বপ্নই ইন্টারনাল হলোগ্রাম, কিন্তু আমাদের সব স্বপ্ন এতবেশি জীবন্ত হয়ে উঠেনা কারণ সেগুলি  ভারচুয়াল ইমেজ, তাই আমাদের নিকট সে স্বপ্নগুলিকে ইলুশন মনে হয়।ওলফ বিশ্বাস করতেন, আমাদের ব্রেন রিয়েল ইমেজ প্রস্তুত করতে পারে আর এটি তখনই সংঘঠিত হয় যখন আমরা লুসিড ড্রিম দেখি!ওলফ বলেন, লুসিড ড্রিমকে প্যারালাল ইউনিভার্স ভ্রমণ বলাটাই  অধিকতর শ্রেয় কারণ এটি আমাদের প্যারালাল ইউনিভার্সে সচেতন করে তোলে! 

Finding your familiar through lucid dreaming | Wiki | Pagans ...





  1. ^ Jones D (2003) [1917]. Roach P, Hartmann J, Setter J (eds.). English Pronouncing Dictionary. Cambridge: Cambridge University Press. ISBN 978-3-12-539683-8.
  2. ^ Jump up to: a b c "Schizophrenia Fact sheet". www.who.int. 4 October 2019. Retrieved 22 January 2020.
  3. ^ Jump up to: a b c d e f g "Schizophrenia". National Institute of Mental Health. January 2016. Archived from the original on 25 November 2016. Retrieved 3 February 2016.
  4. ^ Jump up to: a b c "Medicinal treatment of psychosis/schizophrenia". www.sbu.se. Swedish Agency for Health Technology Assessment and Assessment of Social Services (SBU). 21 November 2012. Archived from the original on 29 June 2017. Retrieved 26 June 2017.
  5. ^ Jump up to: a b c d e f g h i j k l m n o p Owen MJ, Sawa A, Mortensen PB (July 2016). "Schizophrenia". Lancet. 388 (10039): 86–97. doi:10.1016/S0140-6736(15)01121-6. PMC 4940219. PMID 26777917.
  6. ^ Gruebner O, Rapp MA, Adli M, et al. (February 2017). "Cities and mental health". Deutsches Arzteblatt International. 114 (8): 121–127. doi:10.3238/arztebl.2017.0121. PMC 5374256. PMID 28302261.
  7. ^ Jump up to: a b c d e f g h i j k l m n American Psychiatric Association (2013). Diagnostic and Statistical Manual of Mental Disorders (5th ed.). Arlington: American Psychiatric Publishing. pp. 99–105. ISBN 978-0-89042-555-8.
  8. ^ Jump up to: a b Ferri FF (2010). Ferri's differential diagnosis : a practical guide to the differential diagnosis of symptoms, signs, and clinical disorders (2nd ed.). Philadelphia, PA: Elsevier/Mosby. p. Chapter S. ISBN 978-0-323-07699-9.
  9. ^ Jump up to: a b Paris J (December 2018). "Differential Diagnosis of Borderline Personality Disorder". The Psychiatric Clinics of North America. 41 (4): 575–582. doi:10.1016/j.psc.2018.07.001. PMID 30447725.
  10. ^ Jump up to: a b c d e Laursen TM, Nordentoft M, Mortensen PB (2014). "Excess early mortality in schizophrenia". Annual Review of Clinical Psychology. 10: 425–48. doi:10.1146/annurev-clinpsy-032813-153657. PMID 24313570.
  11. ^ Jump up to: a b Ferri, Fred F. (2019). Ferri's clinical advisor 2019 : 5 books in 1. pp. 1225–1226. ISBN 9780323530422.
  12. ^ Jump up to: a b c GBD 2015 Mortality and Causes of Death Collaborators (October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet. 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. PMC 5388903. PMID 27733281.
  13. ^ "Types of psychosis". www.mind.org.uk. Retrieved 25 January 2020.
  14. ^ Jump up to: a b c d e "NIMH » RAISE Questions and Answers". www.nimh.nih.gov. Retrieved 29 December 2019.
  15. ^ Jump up to: a b Buckley PF, Miller BJ, Lehrer DS, Castle DJ (March 2009). "Psychiatric comorbidities and schizophrenia". Schizophrenia Bulletin. 35 (2): 383–402. doi:10.1093/schbul/sbn135. PMC 2659306. PMID 19011234.
  16. ^ Jump up to: a b c d e f g h i j k l m n o p van Os J, Kapur S (August 2009). "Schizophrenia" (PDF). Lancet. 374 (9690): 635–45. doi:10.1016/S0140-6736(09)60995-8. PMID 19700006. Archived from the original (PDF) on 23 June 2013. Retrieved 23 December 2011.
  17. ^ Jump up to: a b James SL, Abate D (November 2018). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 354 diseases and injuries for 195 countries and territories, 1990–2017: a systematic analysis for the Global Burden of Disease Study 2017". The Lancet. 392 (10159): 1789–1858. doi:10.1016/S0140-6736(18)32279-7. PMC 6227754. PMID 30496104.
  18. ^ Jump up to: a b c Parakh P, Basu D (August 2013). "Cannabis and psychosis: have we found the missing links?". Asian Journal of Psychiatry (Review). 6 (4): 281–7. doi:10.1016/j.ajp.2013.03.012. PMID 23810133. Cannabis acts as a component cause of psychosis, that is, it increases the risk of psychosis in people with certain genetic or environmental vulnerabilities, though by itself, it is neither a sufficient nor a necessary cause of psychosis.
  19. ^ Jump up to: a b c van de Leemput J, Hess JL, Glatt SJ, Tsuang MT (2016). "Genetics of Schizophrenia: Historical Insights and Prevailing Evidence". Advances in Genetics. 96: 99–141. doi:10.1016/bs.adgen.2016.08.001. PMID 27968732.
  20. ^ Jump up to: a b Vita A, Barlati S (May 2018). "Recovery from schizophrenia: is it possible?". Current Opinion in Psychiatry. 31 (3): 246–255. doi:10.1097/YCO.0000000000000407. PMID 29474266.
  21. ^ Jump up to: a b Lawrence RE, First MB, Lieberman JA (2015). "Chapter 48: Schizophrenia and Other Psychoses". In Tasman A, Kay J, Lieberman JA, First MB, Riba MB (eds.). Psychiatry (fourth ed.). John Wiley & Sons, Ltd. pp. 798, 816, 819. doi:10.1002/9781118753378.ch48. ISBN 978-1-118-84547-9.
  22. ^ Jump up to: a b c d Killaspy H (September 2014). "Contemporary mental health rehabilitation". East Asian Archives of Psychiatry. 24 (3): 89–94. PMID 25316799.
  23. ^ Jump up to: a b Foster A, Gable J, Buckley J (September 2012). "Homelessness in schizophrenia". The Psychiatric Clinics of North America. 35 (3): 717–34. doi:10.1016/j.psc.2012.06.010. PMID 22929875.

Comments

Popular posts from this blog

হিগস ফিল্ড ফিবোনিশি,গোল্ডেন রেশিও সাপেক্ষে ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনার একটি পরিসংখ্যান!, লিখেছেন- রিসাস, পার্ট-১০

টাইম প্যারাডক্স এবং ঈশ্বরের অস্তিত্বের অসম্ভাব্যতা!, লিখেছেন-রিসাস, পার্ট- ২১

I am Planck