ঈশ্বরের অস্তিত্বের এভুলিউশনাল ফসিল এবং অসম্ভাব্যতা!, লিখেছেন- রিসাস, পার্ট- ১১




ইভ কি এডামের বায়োলজিক্যাল ক্লোন যাকে একজন জেনেটিক্যাল ঈঞ্জিনিয়ার পাজরের

হাড় থেকে তৈরি করেছেন?



Genesis The Creation Of Eve Painting by Azul Fam






মহাপ্লাবনের পর শুধুমাত্র একটি জেনেটিক্যাল কোডই আমাদের গ্রহে অবশিষ্ট ছিলো বলে বুক অব জেনেসিসে বলা হয়েছে, যার ক্রোমোজোম ছিলো ‘’এক্স এন্ড ওয়াই’’ যিনি ছিলেন আমাদের

আধুনিক মানব সভ্যতার আদিপিতা, এড্যাম।গোল্ডেন রেশিওর মতোই পৃথিবীর প্রত্যেকটি ধর্মগ্রন্থে আমরা একটি মহাপ্লাবনের সেলফ ক্লোনিং প্রসেস পর্যবেক্ষণ করেছি।চাইনিজ, ব্যাবিলিয়ন,গ্রীস,মেক্সিকো,ইন্ডিয়া এবং ইনকা সভ্যতা আমাদের নিকট একটি কমান ফ্লাডের গল্প উপস্থাপন করেছেন।এবং এনসাইক্লোপিডিয়া থেকে জানা যায়, সেই মহাপ্লাবনের পর শুধুমাত্র একজন ব্যাক্তিই অবশিষ্ট ছিলেন।তিনি আদিপিতা এড্যাম।তার পর আরো একটি প্রাইম মেসেজ

আমরা ধর্মগ্রন্থ গুলিতে পেয়ে থাকি।যেমন বুক অব জেনেসিসের ২;২১-২২ এ বলা হয়েছে-



তারপর প্রভু এড্যামের মস্তিষ্কে একটি বিরাট দৈর্ঘের ঘুমকে কারণ হিসেবে প্রয়োগ করলেন, তিনি ঘুমোলেন, আর ঈশ্বর ঘুমন্ত এড্যামের একটি পাজর বিচ্ছুত করে নিলেন দেহ থেকে যা তিনি মাংস দিয়ে আবার আবৃত করলেন,তারপর তিনি ইভকে তার নিকট আনয়ন করলেন।‘’



এই সিম্পল স্ট্যাটমেন্টের যথার্থ একটি তাৎপর্য আছে।কারণ সম্পূর্ণ ঘটনাটি একটি মেডিক্যাল স্টেটমেন্টের মতো শুনায়।প্রভু কেনো এখানে একজন প্রশিক্ষিত জিনেটিক্যাল ইঞ্জিনিয়ারের মতো বিহেভ করলেন?কেনো ঈশ্বর এড্যামকে ঘুম পাড়ালেন?তিনি কি একজন ডাক্তার যিনি তার পেশেন্টকে অপারেশনের পূর্বে মস্তিষ্কের সিম্পেথিক নার্ভাস সিষ্টেমের একটিভিটিজ থেকে নিউরোলজিক্যালি সরিয়ে রাখেন, যেনো পেশেন্ট তার উপর পরিচালিত অপারেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে না পারেন যে তথ্যের নিউরাল প্রতিক্রিয়া হয়তোবা অপারেশনটিকে ব্যার্থতায় পর্যবসিত করে তুলতে পারে?আমরা জানি, ক্লোনিং প্রযুক্তির কথা।আপনার একটি বায়োলজিক্যাল ক্লোন তৈরি করতে হবে অবশ্যই আপনার দেহের একটি মাংস সেল সহকারে

সংগ্রহ করতে হবে , একটি অর্গানেল, এখানে কেনো প্রভু, প্রচারিত ঈশ্বরের বৈশিষ্টের তুলনায় অন্যরকম বৈশিষ্ট্য প্রদর্শন করলেন?ইভ কি এড্যামের বায়োলজিক্যাল ক্লোন?কিন্তু একটি পুরুষের ক্লোন কিভাবে পুরোপুরিভাবে একজন নারীতে মিউটেট হতে পারে?আমরা এখানে ঈশ্বরকে তার নন-ফিজিক্যাল এক্সিসটেন্সে এক্সপ্লোর করছিনা।জেনেসিসের বক্তব্য অনুসারে

এড্যামের অপারেশন পরিচালনা করেছিলেন একজন হায়ার ইন্টালেকচুয়াল ইঞ্জিনিয়ার যিনি

অবশ্যই ফিজিক্যাল, একজন নন-ফিজিক্যাল ঈশ্বর আর যাই হোক স্রেফ একটি বায়োলজিক্যাল বডির মতো আচরণ করতে পারেন না, তাহলে কি মহাপ্লাবনের সময় আমাদের

গ্রহে এমন কোনো হায়ার ইন্টেলেকচুয়ালি এসেছিলেন যিনি এড্যামের দেহ থেকে জিনেটিক্যালি ইভকে ক্লোন করেছিলেন? তারা কি গ্যালাক্সির অন্য কোনো সোলার সিষ্টেমের অংশ অথবা প্যারালাল মহাবিশ্বের, সেটি একটি প্রশ্ন হয়ে থাকলো!



একটি জিনোম হলো মানুষের দেহের বায়োলজিক্যাল ভারসাম্য, যা আপনার দেহের এনসাইক্লোপিডিয়া!আর আমরা জানি মানুষের জিনোম বিভিন্ন ভলিউমে বিভক্ত, A থেকে Z ক্রোমোজোম।এবং প্রতিটি ভলিউমে দুটি কপি।পুরুষের ক্ষেত্রে  XY এবং নারীর ক্ষেত্রে XX

আপনি যদি দুটি ভলিয়ামকে একের পর এক কম্পেয়ার করেন তবে আপনি দেখতে পাবেন

একটি সেন্টেন্সের পার্টিকুলার একটি ওয়ার্ড বিভিন্নভাবে প্রত্যেকটি ভলিউমে স্পেলিং হচ্ছে।

নারীর ক্রোমোজম ক্রিয়েট করার ক্ষেত্রে তার নিজের ক্রোমোজোমের কোনো ভূমিকা নেই যদি পুরুষের এক্স-ক্রোমোজোম তার সাথে এড না হয়।এড্যামের ক্রোমোজোম ছিলো XYযদি জেনেসিসে বর্ণিত সেই জিনেটিক্যাল ইঞ্জিনিয়ার ‘’ওয়াই’’ ক্রোমোজোমটিকে ক্যান্সেল করে দিয়ে শুধুমাত্র এক্স-ক্রমোজোমটিকে ডাবল করে দিয়ে থাকেন তবে সেক্ষেত্রে একটি পারফেক্ট ক্লোন তৈরি হবে।আর সেটাই ‘’ইভ’’গ্রহের প্রথম ‘’নারী’’



নিওইয়র্ক সিটিতে একবার একটি স্টাডি পরিচালিত হয়েছিলো, যেখান থেকে জানা যায় বিশ্বের প্রতিটি জিনোম দুটি কমান পারসনের কপিপেস্টেশন।আমরা জেনেটিক্যালি একটি ফ্যামলির

সদস্য।এডাম এন্ড ইভ।পৃথিবীর প্রতিটি প্রাণীর ক্রোমোজোম একটি সিমিলার ক্রমোটিক্যাল কোড ম্যানটেইন করছে XX এবং  XY এর একটি অনন্ত চেইনএকটি অনন্ত জেনেটিক্যাল চেইন দ্বারা আমাদের একটি ইন্টেলেকচুয়ালিটি সম্ভবত একটি ফ্যামলির সাথে সম্পৃক্ত করে দিয়েছেন।



কিন্তু ঈশ্বর এবং ইভের ক্লোনিং সম্পূর্ণ আলাদা একটি কনসেপ্ট এটা তাদের নিজস্ব বক্তব্য থেকেই আমরা সম্পূর্ণ ভাবে পরিচ্ছন্ন।আমরা দেখিয়েছি গোল্ডেন, রেশিও এবং নেপোরিয়ন লগোরিদমের মহাবিশ্বজনীন কমাননেস সুপারপজিশন ব্রেক-ডাউন থেকেই সৃষ্টি হয়।এটি কোনো কমান ইন্টেলেকচুয়ালিটির প্রমাণ নয়।কোয়ান্টাম সুপারপজিশনে একটি সাব-এটমিক পার্টিকেলের সাইজ,সেইফ,স্পিন এবং রোটেশন ‘’জিরো’’,এটি এমন একটি ডায়মেনশনলেস সিচুয়েশনে থাকে যখন তার নিকট থিওরিটিক্যালি ইনফিনিট সেল্টিলিওন মহাবিশ্বকে সিমিলার বা এক মনে হয়।কিন্তু যখন এই সুপারপজিশনাল পার্টিকেল কোয়ান্টাম ডিকোটেশন প্রকৃয়ায় স্পেস এন্ড টাইমে লোকেটেড হয় তখন বৈচিত্রময় কনস্ট্যান্ট ও ফিজিক্সের মহাবিশ্ব তৈরি হয়।কিন্তু আমরা যখন নেপোরিয়ন লগোরিদম এবং গোল্ডেন রেশিওকে এক্সপ্লোর করি তখন আমরা বুঝতে পারি যে পার্টিকেল গুলি সেই সুপারপজিশনাল কমাননেসকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেনি বরং নেপোরিয়ন লগোরিদম কোনো একত্ববাদী ঈশ্বর নয় এটি সুপারপজিশন ব্রেক ডাউনের রেজাল্টেন্ট।



ধর্মগুলি প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনশীল সায়েন্টিফিক টার্মের সাথে রিজোন্যেট করার প্রচেষ্টা করছে।আর এভুলিউশন প্রাণীজগতের মাঝে এমন একটি ইউনিভার্সাল গ্রেভিটি সংরক্ষণ করেছে

যেনো তারা পরিবর্তিত মহাজাগতিক পরিস্থিতি এবং ইনফরমেশনের সাথে নিজেদের ব্রেনকে এটিউন করে নিতে পারে।যদি প্রাণীজগত পরিবর্তিত এনভায়রণমেন্টের সাথে নিজেদের এডজাস্ট করে নিতে না পারতো তবে এভুলিউশনাল প্রতিযোগীতায় তারা টিকে থাকতে পারতো না।ক্যামোপ্লেজ তার একটি অন্যতম দৃষ্টান্ত।আমরা জানি অক্টোপাস তার নিজের দেহের কালারকে সমূদ্রের পরিবর্তনশীল সকল পরিস্থিতির সাথে এডজাস্ট করে নিতে পারে যাতে করে তাকে পরিবেশ থেকে আলাদা করে চিহ্নিত করা সম্ভব না হয়, এনভায়রণমেন্টের সাথে একটি প্রাণী নিজেকে যতটা অভিন্ন করে তুলতে পারে পৃথিবীতে তার টিকে থাকার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়।থিওরি অব গডও তার বাহিরে নয়।ঈশ্বরকে যদি তারা কোনো না কোনোভাবে সুপারপজিশন অথবা শ্রডিঙ্গারের কেটস থিওরি দ্বারা সত্যায়িত করে তুলতে পারে এবং যদি তাকে নেপোরিয়ন লগোরিদম অথবা গোল্ডেন রেশিও দ্বারা মহাবিশ্বের একটি কমান ইন্টেলেকচুয়ালিটি হিসেবে সত্যায়িত করে তোলা যায় তবে ধর্মগুলি অক্টোপাসের মতোই বৈজ্ঞানিক তথ্য এবং উপাত্তের সাথে নিজেকে এটিউন করে ফেলতে সক্ষম হবে আর তখন আমরা রিলিজিয়ন এবং বিজ্ঞানের মাঝে দৃশ্যমান কোনো তারতম্য আবিষ্কার করতে পারপবোনা!



ইভ একটি ক্লোনিং।যাকে এড্যামের পাজর থেকে সৃষ্টি করা হয়েছে বা তার দেহের অর্গানিক সেল থেকে এটি যতটা না একটি ফিজিক্যাল ঈশ্বরের সাক্ষ্য প্রদান করছে তার চাইতে বেশি প্রচেষ্টা করছে ঈশ্বরকে একজন জিনেটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রমাণ করতে, যে ঈশ্বর হায়ার ডায়মেনশনাল কিছু এলিয়েন।এটা লক্ষ্যনীয় যে ধর্মগুলি তাদের এলিয়েন সংক্রান্ত প্রাচীন উপলব্দি গুলিকে আধুনিক বিজ্ঞানের এলিয়েন সংক্রান্ত পরিসংখ্যানের সাথে এডজাস্ট করার আপ্রাণ প্রচেষ্টা করছেকিন্তু তবুও আবার সেই প্রাচীন প্রশ্ন উপস্থিত হবে- এলিয়েনদের স্রষ্টা কে,কে তাদের জিনেটিক্যাল ইঞ্জিনিয়ার?এবং আবারও আমাদের সামনে উপস্থিত হয় ইনফিনিট রিগ্রেস!



( তথ্যসুত্র- কোয়ান্টাম গড)

Comments

Popular posts from this blog

হিগস ফিল্ড ফিবোনিশি,গোল্ডেন রেশিও সাপেক্ষে ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনার একটি পরিসংখ্যান!, লিখেছেন- রিসাস, পার্ট-১০

I am Planck

টাইম প্যারাডক্স এবং ঈশ্বরের অস্তিত্বের অসম্ভাব্যতা!, লিখেছেন-রিসাস, পার্ট- ২১