কোয়ারেন্টিন, সায়েন্স ফিকশন, লিখেছেন রিসাস
জেনেটিক্যাল সাইকোলজি প্রসঙ্গে প্রিজম এবং রিসাসের মধ্যকার আলোচনা হেলিক্সে পড়ার পরপরই আমার রিসাসের সম্পর্কে প্রথম ধারণা জন্ম হয় যদিও তাকে আমি কখনো দেখিনি।আমি আজ তার কাছে এসেছি সম্পূর্ণ ভিন্ন একটি কারণে যদিও আমি তাকে সে ব্যাপারে এখনো জানাতে প্রস্তুত নয়।আমরা আছি পৃথিবীর মানচিত্রের উপর পশুর মতো শুয়ে থাকা একটি বিশাল পাহাড়ের চুড়ায় পিঁপড়ে সমান ক্ষুদ্র একটি ঘরে।পৃথিবীর শরীরে করোনা সংক্রমিত হওয়ার ছয় মাস পূর্বেই রিসাস সম্পূর্ণ অজানা কারণে এ নির্জন পাহাড়টিতে আশ্রয় নিয়েছে।একটি ইলেক্ট্রনিক্স পাখি গাছের ডালে দাঁড়িয়ে ছিলো।কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলাম এটি একটি এ আই।সাধারণ কোনো পাখি নয়।পাখিটির মস্তিষ্কের ইলেক্ট্রোম্যাগনেটিক ডিস্ক ইন্টারনেটের সাথে সংযুক্ত।পাখিটি নিজেই জীবন্ত একটি গুগল এনসাইক্লোপিডিয়া।রিসাস টেলিস্কোপের ভেতর দিয়ে কোটি কোটি আলোক বর্ষ অতীতের মহাকাশের ইতিহাস ভ্রমণ করছে, ঐতিহাসিক নক্ষত্রগুলিতে যখন রিসাসের মস্তিষ্কের চেতনা অস্তিত্বশীল হয়ে উঠলো ঠিক তখন আমি শুনতে পাই রিসাস পাখিটির সাথে নিখাদ বাংলা ভাষায় কথা বলছে এবং মহাকাশ সংক্রান্ত তথ্যগুলি সংগ্রহ করছে।পাখিটি তার নিজের তৈর...